Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the web portal of Agricultural Training Institute, Sherpur


অধ্যক্ষের বাণী

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইং এর নিয়ন্ত্রনাধীন ১৮ টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর অন্যতম একটি প্রতিষ্ঠান হল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কৃষি প্রযুক্তি বিস্তারে ১৯৫৭ সালে  শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।শেরপুর-নালিতাবাড়ী সড়কের পার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে ৪৩ একর জমির উপর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর ক্যাম্পাস অবস্থিত।এটিআই এর নিজস্ব জমিতে রয়েছে একটি দর্শণীয় আম  বাগান, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষন করে। সম্প্রতি ক্যাম্পাসে স্থাপিত হয়েছে একটি ভেষজ বাগান, একটি লেবু বাগান এবং একটি সুদৃশ্য আম বাগান। এছাড়া ফুল-ফল চাষ এবং ল্যান্ড স্ক্যাপিংএর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কাজ অব্যাহত থাকায় শিক্ষার পরিবেশসহ ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণের একটি প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের খামারে উৎপাদিত বিভিন্ন জাতের ধান, গম ও শাক-সব্জি চাষ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের দ্বারা ‘শিখি-করি-খাই’ কর্মসুচীর মাধ্যমে সারা বছর বিভিন্ন প্রকার সবজী চাষ করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা হাতে কলমে বাস্তবসম্মত কৃষি জ্ঞান অর্জন করতে পারে।

প্রাথমিক পর্যায়ে এখানে ভিলেজ এইড কোর্স চালু থাকলেও সময়ের বিবর্তনে অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি এখানে প্রবর্তিত হয়েছে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম। ১৯৫৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদী (১-২ বছর মেয়াদী) চাকুরী পূর্ব প্রশিক্ষণ, ১৯৮৩ সন হতে ১৯৯৪ সন পর্যন্ত মান উন্নয়ন/কৃষি ডিপ্লোমা মেক-আপ কোর্স এবং সর্বশেষ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর অধীনে ১৯৯৫ সাল হতে ৮টি সেমিষ্টারে ৪ বছর মেয়াদী মুখোমুখি/দূরশিক্ষণে কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ৬ সেমিস্টার ভিত্তিক ৩ বছর মেয়াদী ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বি.এজি.ইডি.) কোর্সটি অত্র প্রতিষ্ঠানে চালু রয়েছে। এটিআই-এর আওতাধীন বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টাফদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ কোর্স বিভিন্ন সময় ও মেয়াদে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

আধুনিক কৃষি প্রযুক্তি ভিত্তিক  বিভিন্ন কর্মসূচী গ্রহনের মাধ্যমে ইনস্টিটিউটের সার্বিক মানোন্নয়নে আমরা সংকল্পবদ্ধ।

মোঃ সাইফুল আজম খান

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর

ফোন : 02997781510