Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগমত। ****** “এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে” মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে অত্র দপ্তরের অফিস প্রাঙ্গন, ক্যাম্পাস, হোস্টেল এবং খামারসহ বিভিন্ন পতিত জমিতে উপযোগী ফসল/ফল আবাদের জন্য পুষ্টিবাগান ও ইনোভেশন কর্ণার, শিক্ষার্থীদের ব্যবহারিক প্লটসহ বিভিন্ন কার্যক্রম বর্তমান চলমান আছে।-----------------------------কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর কর্তৃক  এটিআই কৃষি খামারে ধান ক্ষেতের ক্যানভাসে নির্মিত হয়েছে জাতীয় পতাকা।---------------------- শিক্ষার্থীদের ব্যবহারিক প্লটে সবজির ক্যানভাসে নির্মিত হয়েছে বাংলাদেশের মানচিত্র ও সৃতিসৌধ। 


ভবিষ্যত পরিকল্পনা

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর এর ভবিষ্যত পরিকল্পনা

১.মাননীয় প্রধান মন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা বাস্তবায়নে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর এর প্রতি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনা।

২.কর্তৃপক্ষ ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শতভাগ ছাত্র ভর্তি নিশ্চিত করা।

৩.আগ্রহী ছাত্র-ছাত্রীদের মধ্যে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা।

৪.সকল  ছাত্র-ছাত্রীর জন্য ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করা।

৫.সকল  ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক ভাবে ইউনিফর্ম পরিধান নিশ্চিত করা।

৬.সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করা।

৭. কার্যকর প্রশিক্ষণ সেবা নিশ্চিতকরণের নিমিত্তে সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য সুষ্ঠু কর্ম পরিবেশ তৈরী করা।

৮.সম্প্রসারণ সেবা,গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর এর মধ্যে কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। 

৯.অধিকতর ফলপ্রসূ প্রশিক্ষণ সেবা নিশ্চিতকরণের  জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে সংলাপের মাধ্যমে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর এর সার্বিক মানোন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।

১০.কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,শেরপুর কে দেশের অন্যতম প্রধান প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত করা।