কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগমত। ****** “এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে” মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে অত্র দপ্তরের অফিস প্রাঙ্গন, ক্যাম্পাস, হোস্টেল এবং খামারসহ বিভিন্ন পতিত জমিতে উপযোগী ফসল/ফল আবাদের জন্য পুষ্টিবাগান ও ইনোভেশন কর্ণার, শিক্ষার্থীদের ব্যবহারিক প্লটসহ বিভিন্ন কার্যক্রম বর্তমান চলমান আছে।-----------------------------কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর কর্তৃক এটিআই কৃষি খামারে ধান ক্ষেতের ক্যানভাসে নির্মিত হয়েছে জাতীয় পতাকা।---------------------- শিক্ষার্থীদের ব্যবহারিক প্লটে সবজির ক্যানভাসে নির্মিত হয়েছে বাংলাদেশের মানচিত্র ও সৃতিসৌধ।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার শিক্ষাক্রমে ভর্তির আবেদন করতে বা তথ্য জানতে ক্লিক করুন
মো: আল মামুন
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
বিস্তারিত-